ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা আউটারগাতী কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক মো: মোখলেছুর রহমান খান মুকুল শনিবার রাত ১১ ঘটিকায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আজ রবিবার বেলা ২ ঘটিকায় আউটারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানের সমাহিত করা হয়।
জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী মো: মোখলেছুর রহমান খান মুকুলের জানাযার নামাযে সর্বস্তরের লোকজন অংশ নেয়। তাঁর মৃত্যুতে নান্দাইল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপির ) বিএনপির মনোনয়ন প্রাপ্ত আইটি বিশেষজ্ঞ ইয়াসের খান চৌধুরী শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য মো: মোখলেছুর রহমান খান মুকুল রাজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিক মো: আব্দুল আহাদ খানের ছোট ভাই এবং বর্তমান রাজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম খানের বড় ভাই।