পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে গত বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ কার্যালয়ে মাঠে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে সঠিক মান বজায় রাখতে হবে। একটি সফল প্রাণিসম্পদ সেক্টর গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক পশু-পাখি লালন পালন কৌশল সম্পর্কে খামারিদের প্রশিক্ষিত করতে হবে। ক্ষুদ্র খামারি উদ্যোক্তদের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলেই বিষমুক্ত খাবার জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত নুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। বিভিন্ন স্টলে দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল ও অন্যান্য প্রদর্শনযোগ্য প্রাণী, টিকা-ওষুধ-খাদ্যসহ প্রয়োজনীয় প্রযুক্তি, প্রাণিজাত পণ্য, উৎপাদন, সংরক্ষণ পদ্ধতি ও বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শিত হয়।