শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারীর মাহফিল নিয়ে পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় মোরেলগঞ্জ ফেরিঘাটে কাঠ বোঝাই ট্রাকের দুর্ঘটনা: রাতভর যানজটে ভোগান্তি তেরো বছর পর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার খতমে বোখারী ও দোয়া মাহফিলে কায়কোবাদ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান

আ.লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদকের মির্জাগঞ্জে আগমন: গনমানুষের ভালোবাসায় সিক্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৯০ বার পঠিত

আওয়ামী লীগের ২২তম সম্মেলনে পটুয়াখালী জেলার কৃতি সন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সাবেক ভিপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক তিন বারের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক,২১ তম সম্মেলনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, এবং নিজ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সেই জন্যই তাকে ২২ তম সম্মেলনে আবারও সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দেওয়া হয়। এবারও নিজ বিভাগের দায়িত্ব দিয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হবার পর এই প্রথম আজ মির্জাগঞ্জ উপজেলায় হরযত ইয়ার উদ্দিন খলিফা রঃআঃ এর মাজার জিয়ারত করতে আসেন, উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতাকর্মীরা দলে দলে এসে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মাজার জিয়ারত শেষে এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি অ্যাডঃ শহিদুল ইসলাম শহিদ, পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সোহেল, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান শাহরিয়ার, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব করিম সিকদার, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাস, সাধারণ সম্পাদক মুহসীন মৃর্ধা, মির্জাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফোরকান মৃধা,যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান, মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নিজাম হাওলাদার ও সাধারণ সম্পাদক ফারুক খান, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধাসহ অন্যান্য নেতাকর্মী।

এ সময় অ্যাডঃ আফজাল হোসেন বলেন আমার উপর আস্থা বিশ্বাস রেখে আওয়ামী লীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা আপা আমাকে দ্বিতীয় বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন এজন্য আমি তার প্রতি চির কৃতজ্ঞ, জননেত্রী শেখ হাসিনা আপা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা আমি সততা ও নিষ্ঠার সহিত অক্ষরে অক্ষরে পালন করবো, পটুয়াখালী সদর আসনে আগামী নির্বাচনে আমাকে যদি নৌকা মার্কার যোগ্য প্রার্থী মনে করেন তাহলে আপনাদের সাথে নিয়ে পটুয়াখালী সদর আসন জননেত্রী শেখ হাসিনা আপাকে উপহার দিবো ইনশাল্লাহ।

পরে মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদদের প্রতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের জন্য ও জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..