শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ নান্দাইলে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্সটি সংস্কার চায় এলাকাবাসী প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র তাড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদন্ড

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতিকে লাঞ্চিত ও হুমকী: থানায় জিডি

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮৫১ বার পঠিত

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের সংবাদ সংগ্রহকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে জেলার প্রবীন সাংবাদিক, চ্যনেল আই এর স্টাফ রিপোর্টার ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমানকে লাঞ্ছিত ও হুমকী প্রদান করে এক দল সন্ত্রাসী।

পটুয়াখালী পৌর নির্বাচনের তফসিল ঘোষণার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ১৩ই ফেব্রুয়ারি (মঙ্গলবার)দুপুরে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের কার্যালয় মনোনয়ন ফরম জমা দিতে আসা প্রার্থীদের সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণকালে সন্ত্রাসীরা সৈয়দ এনায়েতুর রহমানের উপর পিছন থেকে হামলা করে।এ সময় উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের সঙ্গে থাকা কর্মীদের বাধার মুখে সন্ত্রাসীরা জোর করে এই প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিত করে।
পটুয়াখালী বুলেটিন নামের একটি পেজে ভিডিওতে দেখা যায়, সন্ত্রাসীরা সৈয়দ এনায়েতুর রহমানের উপর হামলা ও অকথ্য ভাষায় গালাগালি করছে অন্য কিছু লোকের বাধার মুখে তারা কাছে আসতে পারছে না।
সৈয়দ এনায়েতুর রহমান বলেন, সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণকালে কিছু লোক আমাকে ধাক্কাধাক্কি করছিল। বারবার আমার ক্যামেরা ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছিল। এই সময় আমার দুহাত আটকা থাকায় মুখ দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করছিলাম। ভিডিও শেষ করার পর বের হয়ে আসলে আমার দেখা তিনজন আমাকে জনসম্মুখে লাঞ্ছিত করে। চলে যাওয়ার সময় আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। বর্তমানে আমি প্রাণনাশের ভয়ে আছি।
এ ব্যাপারে সৈয়দ এনায়েতুর রহমান পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারন ডায়েরি সূত্রে জানা যায়, গোপাল, রায়হান ও রিপন প্যদা নামে তিনজন সন্ত্রাসী এই প্রবীণ সাংবাদিককে টানা হ্যচড়া ও লাঞ্ছিত করে। উপস্থিত অন্যান্যদের বাধার মুখে চলে যাওয়ার সময় পরবর্তীতে আবারো দেখে নেয়ার হুমকি দেয়। নিরাপত্তাহীনতার কারণে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম স্বাক্ষরিত সাধারণ ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য একজন এসআই মনোনীত করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..