মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বাংলাদেশ ফল উৎসব ২০২৫ ঋণ পরিশোধের ভাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন নির্বাচন: চেয়ারম্যান সাখাওয়াত মহাসচিব মোহাম্মদ তাজুল নান্দাইলে খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে গায়েবানা জানাজা তাড়াইলে বৃষ্টির অভাবে পাট চাষে ধস, সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক টেলিগ্রাম অ্যাপে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মুলহোতাসহ গ্রেফতার ২ নদী ভাঙন এলাকা ২শত মিটার হলেও জিও ব্যাগ ফেলা হচ্ছে ৩৯ মিটারে নান্দাইলে জুলাই কর্নার উদ্বোধন এক বছরেও মামলার অগ্রগতি না হওয়ায় হতাশ শহীদ মিলনের স্ত্রী দিলরুবা

বেতাগীতে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৫৮৬৭ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করতে পদত্যাগ করছেন হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান।

বৃহস্পতিবার, ১৮/০৪/২০২৪ ইং তারিখ দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের কাছে পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খলিলুর রহমান খান পর পর দুইবার হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে খলিলুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে হোসনাবাদ ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে । একইসাথে ওই ইউনিয়নের পরবর্তী উপ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান—১ (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

উপজেলার । পদত্যাগকারী ওই চেয়ারম্যান বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.খলিলুর রহমান খান। তিনি পরপর দুইবার হোসনাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

খলিলুর রহমান খান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ” দি কান্ট্রি টুডে” কে বলেন “তৃনমূলের নেতাকর্মীদের দাবির কারনে আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছি। সুষ্ঠু নির্বাচনে হলে আমি জয়লাভ করবো এবং বেতাগী উপজেলার উন্নয়নের জন্য কাজ করবো “।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..