শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগেরহাট-৪ আসনে লড়বেন বিএনপি নেতা কাজী শিপন ইসলাম কোনো সংগঠনের নাম নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান তাড়াইলে মাদকের সয়লাব: অনিশ্চিত হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র টিয়াখালী কলেজে চায়না কোম্পানির দখল, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মির্জাগঞ্জে উপজেলা চেয়ারম্যান আবু বকর, ভা: চেয়ারম্যান শাওন মহিলা ভা: চেয়ারম্যান হাসিনা নির্বাচিত

জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৯১৯ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এতে চেয়ারম্যান পদে খান মো. আবু বকর সিদ্দিকী ( কাপ পিরিচ) সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক জয় করেন তিনি।

রবিবার ( ৯ জুন ) উপজেলার ৪৩ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। রাতে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলে খান মো. আবু বকর সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকে ২৪৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জুয়েল ( ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০৮৯২ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে ১৬১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী ওমর ফারুক শাওন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সোহাগ মৃধা ( উড়োজাহাজ) পেয়েছেন ১৫৬৮৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ২৭৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাচিনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দীকা ( কলস) পেয়েছেন ১৭৯১২ ভোট।

নির্বাচনে বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৩ হাজার ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..