শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে যৌতুকের দাবির অভিযোগে গৃহবধূ নির্যাতন, স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতা এ্যাডঃ মিজানুর রহমান মুবিনের ৪২তম জন্মদিন গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি হুমায়ূন রশীদ সম্পাদক আল মামুন ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্য সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ মুরাদনগরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ব্যবসায়ীর ১০ লাখ টাকা ক্ষতি পটুয়াখালী মির্জাগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণীর ছাত্র গুরুতর আহত

বাসস’র সিলেট ব্যুরো প্রধান সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫৮৫৫ বার পঠিত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) হয়েছেন। গত রাত আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, মা ও দুই ছেলে রেখে যান।

মকসুদের ছোট ভাই মোয়াজ্জিন আহমদ জানান, তিনি ও তার বন্ধু গালিব বাড়ি ফিরছিলেন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মদিনা মার্কেট এলাকায় পৌঁছলে মকসুদ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনার পর গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মকসুদ আহমদ সিলেট নগরের মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ৫ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

মকসুদ আহমদ মকসুদের মৃত্যুতে বাসস পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা ছাড়াও তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-ে তার সম্পৃক্ততা ছিল।

আজ বাদ জুমা মরহুম মকসুদ আহমদের নামাজে জানাজা তার নিজ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..