বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ জহির

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬০৫০ বার পঠিত

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অ্যাথলেট জহির রায়হানকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। টোকিও অলিম্পিকে বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইল হোসেনকে বাদ দিয়ে বেছে নেয়া হয়েছিল জহির রায়হানকে।

২০১৯ সালে এক নারী অ্যাথলেট তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী জানান, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ২ বার ধর্ষণ করেন জহির। বুধবার গাজীপুরের নারী ও শিশু বিষয়ক ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জহির রায়হানের নৈতিক স্খলন, শৃঙ্খলা ভঙ্গ এবং তার বিরুদ্ধে পূর্বের বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্প থেকে বহিষ্কারসহ অনির্দিষ্টকালের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না এই দৌড়বিদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..