পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান সৌরভ মুন্সির সাংগঠনিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান সৌরভ মুন্সির সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাঁধা রইলনা। চিঠিতে বলা হয়,ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে ওই নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো।
প্রসঙ্গত,দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় অভিযোগে ২০২৫ সালের আগস্ট মাসে বহিষ্কার করা হয়েছিল।