শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক-এগারোর ইঙ্গিত : নাহিদ ইসলাম পরবর্তী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে : তথ্য উপদেষ্টা নাহিদ বাড়ি বা বিলাসবহুল গাড়ি নয়, মানুষের বাঁচার জন্য প্রয়োজন নির্মল বায়ু, পানি ও মাটি : পরিবেশ উপদেষ্টা চট্টগ্রাম বেতার কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : আইজিপি অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত পটুয়াখালীতে তৌহিদ আফ্রিদির ছোট ভাই পরিচয় দেওয়া জুনায়েদ ইসলাম আটক! মিজানুর রহমান আজহারীর মাহফিল নিয়ে পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় মোরেলগঞ্জ ফেরিঘাটে কাঠ বোঝাই ট্রাকের দুর্ঘটনা: রাতভর যানজটে ভোগান্তি

তেরো বছর পর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার খতমে বোখারী ও দোয়া মাহফিলে কায়কোবাদ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
আওয়ামী নির্যাতনের কথা স্মরন করে দোয়ার মাহফিলে কাঁদলেন কায়কোবাদ

এক যুগেরও বেশি সময় পরে দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসায় উপস্থিত হলেন পতিত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক ভাবে একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার শিকার হয়ে তেরো বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত উপজেলার অন্যতম প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের কুরআনে কারীমে ও সহীহ বুখারী শরীফের খতম উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে গত ১৬ বছরে দেশে আওয়ামী নির্যাতনের কথা স্মরন করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় তিনি মহান আল্লাহর শোকরিয়া আদায় করে বলেন আল্লাহ যে ভাবে আমাকে রক্ষা করেছেন এর বিনিময়ে যদি নিজেকে কোরবানি করে কুচি কুচি করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেই তবুও আল্লাহর শুকরিয়া আদায় শেষ হবে না।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জামেয়ার মুতোওয়াল্লী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মুফতী আমজাদ হোসাইন সাহেবের সভাপতিত্বে খতমে বুখারির আখেরী দরস ও বিশেষ মোনাজাত করেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব সাইখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান দা: বা:। এছাড়াও বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদ ও নাযেমে দারুল ইকামা আল্লামা মুনীরুদ্দীন উসমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী। এসময় মাদ্রাসার সকল শিক্ষক, হফেজ, মাওলানাসহ সকল শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ আওয়ামী নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ তেরো বছরের নির্বাসিত জীবন পাড় করে গত বছরের ২৮শে ডিসেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের মাটিতে অবতরন করেন। পহেলা জানুয়ারী মুরাদনগর আসেন। এসময় উপজেলার সকল ধর্ম বর্ণ ও শ্রেণীপেশার লক্ষাধিক মানুষ বিমানবন্দর ও মুরাদনগরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..