রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে : ভূমি উপদেষ্টা আইন উপদেষ্টার সঙ্গে বিপিজেএ’র নেতাদের সৌজন্য সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা পুলিশ তল্পিবাহক হয়ে কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার ১৯টি খাল সংস্কারের মহাপরিকল্পনা করা হচ্ছে : পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুরাদনগরে বৈষম বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আল্লাহ্ ও রাসূলকে কটুক্তিকারীর বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

মুরাদনগরে বৈষম বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৫১ বার পঠিত

কুমিল্লা মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার পূর্বধৈইর (পূর্ব) ইউনিয়ন বিএনপির আয়োজনে কোরবানপুর বাজার সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সাবেক পাঁচ বারের এমপি ও মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় ভাবে শহিদদের মর্যাদা দিতে হবে। সকল আহতদের যথার্থ সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাদের অঙ্গ ও দৃষ্টি হানি হয়েছে তাদের সকলকে আর্থিক অনুদান দিতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। বাংলাদেশকে পুনঃনির্মাণ ও এগিয়ে নিতে দ্রুত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য তিনি তত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বক্তব্যে আরো বলেন, নিহত ও আহত ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শাহআলম সরকার, কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, নাছির উদ্দিন সরকার, জহির সিদ্দিকী, জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সুমন, পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আবিদ হোসেন অবিদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য জসিম উদ্দিন, উপজেলা শ্রমিকদল নেতা মজিবুর রহমান, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, কোষাধক্ষ্য হাফেজা বেগম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ সরকার মুন্না, ইয়াছিন আরাফাত, মীর জাহিদ হাসান সম্রাট, আশিকুজ্জামান সাগর, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য এস এম মামুন প্রমূখ।

পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আনদোলনের শহিদ ও আহতদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..