শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

সাভার থানা রোড এলাকায় নারী পুলিশ কনস্টেবল ইতি খানমকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে

আরিফ খান রাব্বি (সাভার)
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৭৮৮ বার পঠিত

সাভার থানা রোড এলাকায় নারী পুলিশ কনস্টেবল ইতি খানমকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক।

রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় ওই নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে মারধর করা হয়।
অভিযুক্ত ব্যক্তি হলেন- সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক সোহেল।

ভুক্তভোগী কনস্টেবল ইতি খানম গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। দুপুরে তিনি সাদা পোশাকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় সাভার মডেল থানার সামনে থেকে রিকশা নিয়ে থানা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ওই সময় পথে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার রিকশার সামনে চলে আসে। তখন ওই প্রাইভেট কার চালক উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে কনস্টেবল ইতি নিজের পরিচয় দিয়ে গাড়িচালকে শান্ত হতে বলেন। কিন্তু গাড়িচালক লোহার রড বের করে তাকে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ জানিয়েছেন,তিনি গাড়িতে উপস্থিত ছিলেন না।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানিয়েছেন, ওই নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় অভিযুক্তের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তাকে আটকের জন্য অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..