দিলীপ কুমার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে প্রায় ১৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় ডাকাত দল।স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রবিবার দিলীপ স্বর্ণালয়ের মালিক দিলীপ কুমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দোকান বন্ধ করছিল, এমন সময় পেছন থেকে প্রায় ৩ জনের একটি ডাকাত দল তার ওপর হামলা করে। তার সাথে ছিল প্রায় ১৫ ভরি স্বর্ণ।স্বর্ণের ব্যাগ কেঁড়ে নেওয়ার চেষ্টায় বাঁধা দিলে ডাকাত দল তার মাথায় ও পরে বুকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। যাওয়ার সময় রাস্তায় ককটেল বিস্ফোরণ করে এক আতঙ্ক সৃষ্টি করে ডাকাত দল। পরে স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরপরই আশুলিয়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান।