বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
“পটুয়াখালী সেনানিবাস” নামকরণের দাবিতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সংবাদ সম্মেলন শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে: তথ্য উপদেষ্টা ধর্ষণের মামলার বিচার দ্রুত ও যথাযথভাবে হবে: আইন উপদেষ্টা রিজার্ভ চুরির ঘটনায় পর্যালোচনা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব মুরাদনগরে শিশু সুরক্ষায় ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার মুরাদনগরে চড়া দামে বিক্রি হচ্ছে অপরিপক্ক তরমুজ , দামে হতাশ স্বল্প আয়ের মানুষ শিমুলতলা বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি নান্দাইলে ইউএনওর সুলভ মূল্যের বাজার চালু ॥ সাধারণ মানুষের স্বস্তি তাড়াইলে দেশব্যপী নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মুরাদনগরে চড়া দামে বিক্রি হচ্ছে অপরিপক্ক তরমুজ , দামে হতাশ স্বল্প আয়ের মানুষ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৭৫১ বার পঠিত
প্রশাসনের হস্তক্ষেপ কামনা ক্রেতাদের

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে আগাম উঠেছে গ্রীষ্মকালীন রসালো ফল তরমুজ। তরমুজের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। হাঁকডাক বাড়ছে তরমুজ বেঁচাকেনায়। ফলের দোকানগুলোতে তরমুজ প্রচুর পরিমাণে দেখা গেলেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। দাম চড়া থাকায় স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই ফল। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ ক্রেতারা। প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করে তাহলে তরমুজ সহ বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করছেন ক্রেতারা।

সরেজমিন কোম্পানীগঞ্জ বাজার ও মুরাদনগর উপজেলা সদর বাজার গিয়ে দেখা যায়, মৌসুমী ফল ব্যবসায়ীরা সারি সারি করে তরমুজ সাজিয়ে রেখেছে। ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দামের তরমুজ রয়েছে ব্যবসায়ীদের নিকট। ক্রেতারা কেউ কেউ দাঁড়িয়ে দেখছেন। কেউ আবার তরমুজ দামাদামি করছেন। দাম মনমতো হলে কেউ কিনে নিচ্ছেন, আবার কেউ অতিরিক্ত দাম মনে করে না কিনেই ব্যর্থ মনোরথে চলে যাচ্ছেন দাম কমার অপেক্ষায়।

তরমুজ কিনতে আসা চাকুরিজীবী আল আমিন এর সাথে কথা হলে তিনি বলেন, “বাজারে আগাম তরমুজের আমদানী থাকলেও দাম অনেক বেশি। যে তরমুজ ৮০-১০০ টাকায় কেনা যেত সে তরমুজ কিনতে হয় ২০০-২৫০টাকায়। আর একটু বড় হলে তরমুজের দাম ৪০০-৬০০ টাকা পর্যন্ত। রোজায় তরমুজ খাওয়ার ইচ্ছে হলেও দাম বেশি হওয়ার কারণে কম আয়ের লোকজন অনেকেই তরমুজ কিনতে পারছেন না।” বাজার মূল্য সহনীয় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরেক ক্রেতা সোহাগ মিয়া ছোট মেয়ের আবদারে বাজারে তরমুজ কিনতে এসেছেন। তরমুজের দাম দেখে অনেকটাই হতাশ। তারপরও মেয়ের আবদারে ২০০ টাকা দিয়ে ছোট একটি তরমুজ কিনে নিলেন। ছোট তরমুজ কেনার ব্যপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “বড় তরমুজের দাম অনেক বেশি। ইচ্ছে থাকলেও কেনা সম্ভব নয়। তাই মেয়ের আবদার মেটাতে ছোট একটি তরমুজ কিনে নিলাম।”

রিকশা চালক বাদল মিয়া আক্ষেপ করে বলেন, “চোখের সামনে নতুন ফল দেখে ছেলেমেয়েদের জন্য কিনতে ইচ্ছা হলেও দাম বেশি, তাই কিনতে পারছি না। যখন দাম কমবে, তখন কিনবো। ছোট একটি তরমুজ কিনতে চাইলেও আড়াইশো থেকে তিনশ টাকা লাগবে। সারাদিনে আয় যা হয়, তা দিয়ে চাল-ডাল কিনবো, নাকি তরমুজ কিনে খাবো।”
তরমুজের দাম এত বেশি হওয়ার কারন জানতে চাইলে তরমুজ বিক্রেতা বাবুল মিয়া জানান, মূলতঃ এপ্রিল মে মাসে তরমুজের ভরপুর মৌসুম। বাজারে এখন যেসব তরমুজ উঠেছে সেগুলো আগাম জাতের তরমুজ। সে কারনে আড়তে তরমুজের দাম একটু বেশি। তারপর আবার রমজান মাস চলছে। তাই তরমুজের চাহিদাও বেড়ে গেছে। রোজার পর হয়তো তরমুজের এ দাম থাকবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, রমজানের শুরু থেকেই বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..