শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত আগস্টের ১ম সপ্তাহে গাইবান্ধার তিস্তা পিসি গার্ডার সেতু উদ্বোধন ছাত্র- জনতা বিরোধী স্লোগানদাতা এখন পটুয়াখালীর সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব মাইলস্টোন কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা রংপুরে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি অভাবে আমন ধান চাষে অতিরিক্ত খরচ হচ্ছে শতকোটি রংপুর সিটি কর্পোরেশনের সড়কে ধানের চারা রোপণ রংপুর সিটি কর্পোরেশনের সড়কে ধানের চারা রোপণ ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি বেতাগীতে অগ্নিকান্ডে নিঃস্ব ৩ পরিবার, বসতঘর পুড়ে ছাই

আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৭৮০ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর  সভাপতি মাহবুব মোল্লার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সহ সভাপতি নজরুল ইসলাম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ গোলাম কবির।
অনুষ্ঠানের শুরুতে ৭১ ও ২৪ এ‌র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কমিশনার অন্টারিও প্রদেশ কানাডা, খন্দকার এম হক কায়জার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ র্থ উপাচার্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, কবি সাহিত্যিক আরাফাত শিকদার, আড়াইহাজার  মুক্তিযোদ্ধা সংসদের  ডেপুটি কমান্ডার আবু সিদ্দিক ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন,  কবি সাহিত্যিক চিত্রকর মনিরুজ্জামান মানিক, সাংবাদিক সালাউদ্দিন আজিজী ,কবি সাহিত্যিক মোশাররফ মাতব্বর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী সহ ,সাংবাদিক ইউনিয়নের সদস্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় বক্তারা সামাজিক নিরাপত্তা, ও মাদক প্রতিরোধে বাস্তবমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন, এবং প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের  আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন অতিথি বৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..