বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে এসিআই লিঃ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর’কে সম্মাননা স্মারক প্রদান মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম ঢাকা’র আংশিক নতুন কমিটি ঘোষণা জাতীয় দৈনিক ‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জমিতে অবৈধ ভবন নির্মাণ বন্ধ করল প্রশাসন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠিত ভারতে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত চুয়াডাঙ্গা এশিয়া বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী রেজাউল হক বিশ্বাস আর নেই ডাকসু নির্বাচন: যা জানা দরকার

রংপুর সিটি কর্পোরেশনের সড়কে ধানের চারা রোপণ

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৭৮০ বার পঠিত

রংপুর সিটি বর্পোরেশনের সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। রংপুর নগরীর জাহাজ কো¤পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্তের। উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও খোয়া পর্যন্ত বের হয়ে এসেছে।

দীর্ঘদিন সিটি কর্পোরেশন সড়কটির সংস্কার না করায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। প্রতীকী প্রতিবাদস্বরূপ ভাঙা ওই সড়কে রোপণ করেছেন ধানের চারা।

২৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর সাতমাথা রেলগেট এলাকায় সড়কে ধানের চারা রোপণ করে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা রংপুর সিটি কর্পোরেশনকে লাল কার্ড দেখিয়ে হুঁশিয়ারি দেন। এর আগে গত ২০ জুলাই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হিসেবে রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে গায়েবানা জানাজা কর্মসূচিও পালন করা হয়।

এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অনেকবার অভিযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। বিক্ষোভকারীরা সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাহী উম্মে ফাতিমাকে অযোগ্য ঘোষণা করে লাল কার্ড প্রদর্শন করা হয়। রাজিমুজ্জামান হৃদয় বলেন, দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল। বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে। অবস্থা যে ভয়াবহ, সেটা বোঝাতে ভাঙা সড়কে ধান রোপণ করেছি। সেলিম হোসেন বলেন, দীর্ঘদিন থেকে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়ক সংস্কার আগামী সপ্তাহ থেকেই শুরু হবে। সড়কটি পুনর্নির্মাণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..