গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সচেতনা বৃদ্ধিমুলক মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলামের (মুকুল) উঠানে পানিতে ডুবে শিশু মৃত্যু, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম (মুকুল)। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়ছার, ইউপি সদস্য এটিএম ফারুকুল ইসলাম (ফারুক) আনিছুর রহমান। সমাবেশ ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যগণ।