ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের বিভিন্ন দপ্তর/ সংস্থায় কর্মরত তাদের সম্মিলনে এক মিলন মেলা শনিবার (১২ জুলাই) বানিজ্য অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কেক কেটে মিলন মেলার উদ্বোধন করেন ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
প্রথম মিলন মেলা হওয়ায় সাবেক শিক্ষার্থীগণ আবেগঘন অভিব্যক্তি প্রকাশ করেন। মিলন মেলায় ৪৪ জন সাবেক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এই সাবেক শিক্ষার্থীগনের কেউ কেউ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান কার্যালয়/কর্পোরেট অফিসের প্রশাসন, মানব সম্পদ, প্রশিক্ষণ, অর্থ ও হিসাব, নিরাপত্তা, প্রকৌশল ইত্যাদি শাখায় কর্মরত । কেউ কেউ আবার রাজধানীর বাহিরে প্রাকৃতিক পরিবেশে নদীর কূল ঘেঁষে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত। তারা আগামীতে আরও বড় পরিসরে মিলন মেলা করার প্রয়াস ব্যক্ত করেন। এই প্ল্যাটফর্মকে আরও মজবুত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একে পাওয়ার হাব কিংবা একটি আদর্শ ক্লাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ।
এই ফোরামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন সেমিনার/কর্মশালা আয়োজন করার ইচ্ছে পোষণ করেন এই সাবেক শিক্ষার্থীগণ। তাদের প্রত্যাশা এই ফোরামটি উল্লিখিত খাতে একটি আদর্শ স্থান অধিকার করবে।সর্বোপরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে মিলেমিশে কাজ করার মাধ্যমে রাষ্ট্রের সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের অঙ্গীকার করেন সাবেক এই শিক্ষার্থীগণ।