‘প্রকৃতির সাথে একতা ও টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কেব সামনে রেখে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চরাঞ্চলে লেছড়াগঞ্জ ইউনিয়নে পাটগ্রামচরে কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ও শতবাড়ি কৃষকদের আয়োজনে বেসরকারী গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস-২০২৫ পালন করা হয়।
এই উপলক্ষে হরিরামপুর চরাঞ্চলে উৎপাদিত ফসলের প্রাণবৈচিত্র্য দিবসে প্রাণের সমাহার, বীজ মেলা ও প্রাণ-প্রকৃতি আবাসস্থল পরিভ্রমন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহন করেন পাটগ্রমাচর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ব্যবস্থাপক কৃষক খালেদা বেগম পাটগ্রমাচর শতবাড়ি কৃষক লিপি বেগম, সুলতানা বেগম, লেছড়াগঞ্জ ইউনিয়নের ৫ ওর্য়াডের সদস্য শাহিন মোল্লা, শিক্ষার্থী সেতু আক্তার, বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা।
আলোচক বৃন্দরা বলেন চরের হোগলা, কাইশ্যা, নলখাগড়া, কেচো , উরচুঙ্গা , বাঙ সহ বন জঙ্গলে বসবাসকারী যে সকল প্রাণী পশু-পাখি উদ্ভিদ বসবাস করে সব কিছু আমাদের কাজে লাগে । এগুলো সংরক্ষণ করা যেমন আমাদের দায়িত্ব, তেমনি এর ব্যবহার বিষয়ে সবাইকে সচেতন হওয়া দারকার। বিশেষ করে তরুন প্রজন্মকে এর গুরুত্ব বুঝাতে হবে। প্রাণ প্রকৃতির সকল উদ্ভিদকে টিকিয়ে রাখতে হবে। এই সকল উদ্ভিদ প্রানী আমাদের বেঁচে থাকতে সহায়তা করবে।
এ সময় শতবাড়ি কৃষক, এএলসি কৃষক এবং এলাকার কৃষক তাদের স্থানীয় জাতের উৎপাদিত ৩০ জাতের বীজ, ১৫ রকেমের সবজি নিরাপদ খাদ্য, ২০ ধরনের ভেষজ উদ্ধিদ, কৃষি উপকরন নিয়ে ষ্টলের মাধ্যমে উপস্থাপন করেন। কৃষকরা এর ব্যবহার ও সংরক্ষনের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। প্রাণ বৈচিত্য দিবসে এলাকায় প্রাণ-প্রকৃতি বসবাসকারী আবাসস্থল বন জঙ্গল পরিভ্রমন করেন।
প্রাণ বৈচিত্র্য দিবসের মাধ্যমে চরবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং কৃষি অধিদপ্তর হরিরামপুর এর মাধ্যমে পরিবেশ ও প্রাণ ধবংসকারী কীটনাশক বিশেষ করে ঘাস মারা বিষ দিয়ে আগাছা দমনকারী কীটনাশক ব্যবহার ও দোকানে বিক্রির বন্ধের জন্য বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে সরকারের কাছে দাবী তোলেন। প্রকৃতির সকল উদ্ভিদ ও প্রাণকে টিকে থাকবে এটাই চরবাসীর প্রত্যাশা।