দিনাজপুরের বিরলে চুরির অপবাদে মাহিম হোসেন নামে এক কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই নির্মম নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১১ জুলাই শুক্রবার উপজেলার রসুল শাহাপুর এলাকার গোরস্তান মোড়ের পাশে আম গাছে সাথে বেঁধে নির্যাতন করা হয় মাহিম হোসেনকে। নির্যাতনের শিকার কিশোর মাহিম বিজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। মাহিম বলেন, ট্রাক্টরের ফাল চুরির অভিযোগে তাকে নির্যাতন করা হয়।
কে বা কাহারা চুরি করছে আমি কিছুই জানি না। আমাকে জোর করে আটক করে মিথ্যা চুরির অপবাদ দিয়ে নির্যাতন করেছে। আমি চুরি করিনি বলার পরও তারা হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। এঘটনায় মাহিমের পিতা রায়হান বাদী হয়ে বিরল থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে মো. হেলাল (৩০), শফিকুল ইসলাম (৩৫), মো. মুকুল (২৭), মোস্তাফিজুর রহমান ও মাহাবুর রহমানকে (২০)। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর বলেন, নির্যাতনের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ভিডিওসহ তথ্য পেয়েই অভিযানে নেমেছে পুলিশ।