রাজনৈতিক উত্তেজনার তীব্রতায় জিয়াউর রহমান ও তারেক জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করেছে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ মিছিলটি (১৫জুলাই) মঙ্গলবার বিকাল ৫ টা ৩০ মিনিটে বরগুনা জেলা বিএনপির জেলা কার্যলয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে পৌর সুপার মার্কেটের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।বরগুনা জেলা বিএনপি,ছাত্র দল, কৃষক দল, যুবদল এর নেতা কর্মীরা এই মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে জেলা সেচ্ছাসেবক দলের নেতা তানভীর হোসেন সাগর জোমাদ্দার বলেন , একটি সংগঠিত মহল তারেক জিয়াকে ঘিরে মিথ্যাচার ও কটুক্তি ছড়িয়ে দিচ্ছে, যা বিএনপির সুনাম বিনষ্টের অপচেষ্টার অংশ আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বরগুনা জেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক নাজিমুল ইসলাম সোহেল বলেন, “কটুক্তি ও মিথ্যাচার শুধু বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে না, বরং ঘৃণার বীজ রোপণ করছে। আমরা তা বরদাশত করব না।”
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম সফিকুজ্জামান মাহমুজ বলেন,দেশ নায়ক তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পা দিয়ে মাড়ানো… এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছা সেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মুকিম,জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা,জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা,সাবেক সিনিয়র সহ সভাপতি এ জেড এম সালেহ ফারুক,জেলা কৃষকদলের সভাপতি মাসুদুর রহমান মানছু জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুয়েল প্যাদা সহ জেলার আরও অনেক নেতা কর্মী।
রাজনৈতিক উত্তেজনা এখন দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। তারেক জিয়ার বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের অভিযোগে বিএনপির স্থানীয় শাখাগুলো প্রতিবাদ সমাবেশ ও মিছিল পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ বরগুনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিটি সামাজিক ও রাজনৈতিক আলোচনার মুখে দাঁড়িয়েছে।