বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিঝুমদ্বীপে চরমোনাইপন্থি ইসলামি যুব আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুল অনিয়ম, ঘুষ,দুর্নীতির আখড়া প্রাণ-আরএফএলের নামে বিষাক্ত পন্য তৈরির অভিযোগ এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে নলছিটির সম্ভাবনাময় হাড়িখালি গ্রাম হঠাৎ অস্থির ডালের বাজার, কেজিতে বেড়েছে ২০ টাকা প্রচলিত প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন করতে হবে: তারেক রহমান

ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে মুরাদনগরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৭৬৭ বার পঠিত

ফিলিস্তিনে ইসরায়েলী হামলাসহ অব্যাহত গণহত্যা ও মুসলিম ভূখন্ডে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখা।

শুক্রবার জুমার নামাজ শেষে মুরাদনগর বড় মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

হাফেজ আবুল বাশার এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি তারেক মাহমুদ, মাও. আব্দুর রহমান আল মুজাফ্ফার, মাও. হাফেজ হুমায়ুন কবীর, মাও. মোতালিব হুসাইন, মাও. ইকবাল মাহমুদ প্রমূখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান ও মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। বছরের পর বছর ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ ৬০ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে।

তারা আরো বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। এছাড়াও প্রতিবাদ সমাবেশ থেকে ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পন্ন বিচ্ছিন্ন করা ও ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি আমজাদ হুসাইন, মাওলানা মোতালিব হুসাইন, হাফেজ মোহাম্মদ খুরশিদ, হাফেজ আবুল বাশার , মাওলানা হাফেজ জুনায়েদ, মুফতি ওসমান গনি ,মাওলানা নেয়ামতুল্লাহ খন্দকার, মাও. ইলিয়াস, মুফতি ফয়জুল্লাহ, মুফতি নাজমুল হাসান রব্বানী, মোঃ তাজুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..