কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্ৰামে একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ভূতাইল খাঁন বাড়ির মোড়ে ‘ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠন’ এর নতুন অফিসে মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়।
“হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি” এই স্লোগান নিয়ে ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ভূতাইল গ্ৰামের প্রবাসী ও গ্ৰামবাসীদের সমন্বয়ে বিভিন্ন সমাজকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আগামীতে আরো বৃহৎ আকারে মানব সেবামূলক কাজ করার লক্ষ্যে অফিস চালু করেছেন।
নতুন অফিসে মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশির, ভূতাইল গ্ৰামের বিশিষ্ট ব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের মধ্যে মোঃ জসিম উদ্দিন, রফিকুল ইসলাম বাহাদুর, হাজী রুহুল আমিন, মোসলেম মিয়া, ফরিদ মিয়া, মোঃ সুজ্জু মিয়া, বাবুল মিয়া, হেলাল সরকার, মোঃ দিদার হোসেন খান, মাহাবুল হাসান সরকার কমল, আহসান হক বনফুল, মুন্সী মাহফুজ, সোহরাব হোসেন, বাতেন মিয়া, খোরশেদ আলম, মোঃ ইসমাইল, মোঃ আলামিন, সজিব মুন্সী, মমিন মিয়া, গোলাম রসুল, হেলাল মিয়া, জাকির মিয়া প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আরিফ বিল্লাহ নুরী।