বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, দুদক চেয়ারম্যান গাইবান্ধায় সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩ তালতলীতে রাতের আধারে কৃষি ভ্যান বিতরণ, তদন্ত দাবী মুরাদনগরে যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান, নিউ মদিনা ফুডকে জরিমানা দৈনিক এদিন পত্রিকার সম্পাদক রামকিশোর মহলানবীশ আর নেই নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত সিলেট-৬ আসন: বিএনপিতে প্রার্থী জট, জামায়াতে নতুন মুখ ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক ও ‘পায়রার ডাক’ স্মরণিকা প্রকাশ

মুরাদনগরে যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান, নিউ মদিনা ফুডকে জরিমানা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত
মুরাদনগরে যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান....................ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে
উপজেলার রামচন্দ্রপুর রোডের নিউ মদিনা ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়, নিউ মদিনা ফুড প্রোডাক্টস মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ‘মান সনদ’ গ্রহণ ছাড়াই ‘চিপস’ বিক্রয় ও বিতরণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫/২৭ ধারায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া বাজার ও দোকানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং অন্যান্য প্রযোজ্য বিধি-বিধান বাস্তবায়ন নিশ্চিত করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা অফিসের ফিল্ড কর্মকর্তা (সিএম) ইকবাল আহম্মেদ, পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় সার্বিক সহযোগিতা করেন পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..