মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দরবাস সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম মাসেদুল হক (৩৮), তিনি মুজিবনগরের খামারপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সূত্রে খবর পান যে ভারত থেকে অবৈধভাবে ডলার পাচারের চেষ্টা হচ্ছে। পরে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে একটি দল সীমান্তের ফাতিমাপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
তল্লাশিতে তার কাছ থেকে ৫টি প্যাকেটে মোড়ানো ৫১ হাজার মার্কিন ডলার, একটি বাইসাইকেল এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের বাজারমূল্য আনুমানিক ৬২ লাখ টাকা।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসেদুল দীর্ঘদিন ধরে ডলার চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা এবং আটক ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।