শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে ভূমি নথি জালিয়াতি প্রমাণিত, বিচারহীনতায় বেপরোয়া চক্র মুরাদনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা মুরাদনগরে বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে দুই ইউনিয়নে পৃথক সমাবেশ মুরাদনগরে স্কুলছাত্রী সোহাগী হত্যায় বাবাসহ দুইজনের বিরুদ্ধে মামলা দেশব্যাপী আলোচিত আমতলীর সেই খাওয়ার ঘটনায় শোকজ নোটিশ আমতলীতে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে শিশু নির্যাতন, থানায় মামলা আদ্ব দ্বীনের ভয়াল রাত: গর্ভবতী মা ও নবজাতকের জন্য সতর্কবার্তা: সাংবাদিক নাহিদ প্রিন্স বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে জোরালো সমাবেশ মুরাদনগরে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু

মুরাদনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
মুরাদনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা--- সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে সহযোগিতা করেন ফিউচার মুরাদনগর ও জেসিআই ঢাকা প্রেস্টিজ। পুরো ব্যবস্থাপনায় ছিলেন কে এম মুজিবুল হকের ছেলে, ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম। উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী শাহ আরেফিন এবং আয়োজক কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম।

দিনব্যাপী এই ক্যাম্পে ঢাকা থেকে আগত বিভিন্ন মেডিকেলের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় বিনামূল্যে ঔষধ সরবরাহ করেন।

কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম বলেন, যারা দূর-দূরান্তে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারছেন না, তাদের জন্য আমরা এই আয়োজন করেছি। প্রাথমিক চিকিৎসার পর যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন হবে, তারা যদি প্রেসক্রিপশন নিয়ে ঢাকার নির্দিষ্ট মেডিকেলগুলোতে যায়, সেখানে ৩০% পর্যন্ত ছাড় পাবেন। আমাদের লক্ষ্য—প্রত্যেক ইউনিয়নে এ ধরনের ক্যাম্প আয়োজন করা।

তিনি আরও জানান, প্রথম উদ্যোগ হিসেবে এই ক্যাম্পে প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগীকে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

চিকিৎসা নিতে আসা হোসনে আরা বেগম বলেন, আমাদের ইচ্ছা থাকলেও শহরে গিয়ে বড় ডাক্তার দেখানো সম্ভব হয় না। আজ বাড়ির পাশে বসে ডাক্তার দেখালাম, ফ্রি ওষুধও পেলাম। এতে আমাদের অনেক উপকার হলো।

স্থানীয় ফিউচার মুরাদনগরের মোর্শেদ বলেন, মুরাদনগরের অসহায় ও দরিদ্র মানুষের কথা ভেবে শাহ পরিবারের কৃতি সন্তান কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম এই উদ্যোগ নিয়েছেন। তারা সবসময় অসহায় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

চিকিৎসকরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে সহস্রাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..