শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয় করতে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হলো ‘ইনস্টিটিউট লেভেল স্কিল কম্পিটিশন’।
শনিবার সকাল ১১টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের এএসএসইটি প্রজেক্টের অর্থায়নে মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ খোরশেদ আলম।
অতিথিরা বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞানের বিকাশ এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
🔹 শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তি জ্ঞানের প্রশংসা
🔹 উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধিতে স্কিল কম্পিটিশনের গুরুত্ব
🔹 কারিগরি শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে করবে আরও কর্মমুখী