নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো খালপাড় নোয়াপাড়া এলাকা থেকে বিস্ফোরক সংক্রান্ত একটি মামলায় ইসমাইল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।
গ্রেপ্তার ইসমাইল হোসেনের পিতা মৃত আউয়াল হোসেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দারোগা সিরাজুল ইসলাম।
পুলিশের দাবি, চলমান একটি বিস্ফোরন মামলার গুরুত্বপূর্ণ সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রুপগঞ্জ থানার ওসি তারিকুল আলম জানান, ইসমাইল আর এলাকার আওয়ামী লীগ নেতা। সামনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।