বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন ইউএনও ফাতেমা জান্নাত আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ মির্জাগঞ্জে নানা আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে বিক্রির অভিযোগ থানায় অভিযোগ দিয়ে বিপাকে নারী, নারী নেত্রীর হুমকিতে পালিয়ে বেড়ানোর অভিযোগ তাড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জনপ্রিয়তার শীর্ষে ‘হাতপাখা’ মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট মোরেলগঞ্জে ওসি মতলুবর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও মিছিল

আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত
আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ......................................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় মিলন দফাদার ও মঈন দফাদারের বিরুদ্ধে রাতের আঁধারে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ভোর ৪টায় আনুমানিক ২০-৩০ জন শ্রমিক এই দেয়াল নির্মাণ করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেয়াল নির্মাণে নিয়োজিত দুজন শ্রমিককে আটক করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের থানায় নেওয়া হয়।

মানবাধিকার কর্মী জোসেফ মাহতাব জানিয়েছেন, পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় এই ধরনের বেআইনি দেয়াল নির্মাণ বেআইনি এবং এটি স্থানীয়দের চলাচলে বাধা সৃষ্টি করছে। পৌর প্রশাসক, সমন্বয় কমিটি ও থানার কর্মকর্তা রাস্তার নির্মাণের প্রতিবন্ধকতা সম্পর্কে পূর্বেই অবগত।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এবং দ্রুত সীমানা দেয়াল অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন যে, ‘Easement Act, 1882’, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ও জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি) চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার দিন দুজন শ্রমিককে আটক করা হয় এবং পরে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পৌরসভার এক কর্মকর্তা জানিয়েছেন, বাড়ির মালিকরা অনুমতি ছাড়াই দেয়াল নির্মাণ করতে চেয়েছিল।

এলাকাবাসী দাবি করেছেন, দ্রুত বিরোধ নিষ্পত্তি করে স্থানীয়দের চলাচলের পথ উন্মুক্ত করা এবং জরুরি সেবার গাড়ি চলাচলের উপযোগী ব্যবস্থা নিশ্চিত করা হোক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..