বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন ইউএনও ফাতেমা জান্নাত আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ মির্জাগঞ্জে নানা আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে বিক্রির অভিযোগ থানায় অভিযোগ দিয়ে বিপাকে নারী, নারী নেত্রীর হুমকিতে পালিয়ে বেড়ানোর অভিযোগ তাড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জনপ্রিয়তার শীর্ষে ‘হাতপাখা’ মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট মোরেলগঞ্জে ওসি মতলুবর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও মিছিল

মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫৪ বার পঠিত
মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত......................................ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইসলামিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়ি পাল্লায় ভোট চাই”এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী (বাগেরহাট–৪) অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সৎ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর ও আসন পরিচালক মাওলানা শাহাদাৎ হোসাইন। তিনি বলেন, “দারিদ্র্যমুক্ত সমাজ, সৎ নেতৃত্ব এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর,মাস্টার মনিরুজ্জামান,পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার,উপজেলা সাংগঠনিক সম্পাদক,মুহিব্বুল্লাহ রফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন,আব্দুল মান্নান খান,উপজেলা যুব বিভাগ সভাপতি,শফিউল আযম।এছাড়াও আরও উপস্থিত ছিলেন পুটিখালী ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আকরাম হোসেন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা নজির আহম্মেদ। পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুজ্জামান মিজান ও অধ্যাপক আ. মান্নান খান।

বক্তারা ইসলামি মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়নিষ্ঠ, সৎ ও যোগ্য নেতৃত্বকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..