রাষ্ট্রপতির পক্ষ থেকে খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মাদ সাগর হোসেন।
আজ রোববার রাত ৮ টার দিকে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এ সময় তিনি বেগম জিয়ার শারীরিক খোজখবর নেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে তিনি গণমাধ্যমকে বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে ভালো বলে জানান। এ ছাড়াও তিনি গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।