বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোজখালী বাজারে ইদ্রিস মোল্লার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় আবু তাহের ও যুগল চন্দ্রের ফার্মেসি, মোশারফ সিকদারের লাইব্রেরি, ইদ্রিস মোল্লা ও খোকন হাওলাদারের মুদি ও মনোহারি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন হাওলাদার বলেন, আমার সব মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। এখন সংসার কীভাবে চালাব, বুঝতে পারছি না।
প্রত্যক্ষদর্শী ও ঘর মালিক মোশারফ হোসেন মোল্লা বলেন, আমার ঘরে আবু তাহের ও মোশারফ সিকদার ব্যবসা করতেন। তাদের দুটি প্রতিষ্ঠানসহ মোট পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।