মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেলওয়ে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান মন্ত্রনালয়ের সাবেক মেয়র তাপসের মতো তার স্ত্রী আফরিনও রহস্যজনক শতকোটি টাকার মালিক ঢাবি অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের সিদ্ধান্ত বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির গাড়ি পার্কিং ও চলাচলে নির্দেশনা প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বন্ধ হচ্ছে ৭ কলেজের ভর্তি পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার কর্তৃক সাংবাদিককে হুমকি প্রধান উপদেষ্টার দাভোস সফর বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন: প্রেস সচিব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিনি ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত

সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৫৯০০ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি।’ তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।’

ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

‘সরকারের পতনঘণ্টা বেজে গেছে’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপির নেতারা এতটাই অন্ধ ও বধির যে, বহু আগেই জনগণ তাদের পতনঘণ্টা বাজিয়ে দিয়েছে, তা তারা শুনতে পায় না।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘণ্টা বাজেনি?’

বিএনপির কথা ও কাজে মিল নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা।’

জনগণ কী চায়, কী চায় না—তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন—এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক।’

নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে।’

ওবায়দুল কাদের বিএনপিকে ‘কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার’ আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।’

‘বিএনপির বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে’—বিএনপির নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধা তো নয়ই, বরং সরকার সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারত কি? বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..