বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

মুরাদনগরে দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭৮৫ বার পঠিত
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহ-সভাপতি বেলজিয়াম বিএনপির সৈয়দ আমজাদ আলী তজু মিয়াকে ফুল দিয়ে বরণ করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহ-সভাপতি বেলজিয়াম বিএনপির সৈয়দ আমজাদ আলী তজু মিয়াকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনভর রাজধানীর ঢাকা ও মুরাদনগর উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রায় দুই হাজার নেতা কর্মী ফুল দিয়ে গণ সংবর্ধনা দেয় ওই নেতাকে।

গণ সংবর্ধিত তজু মিয়া উপজেলার ১ নং শ্রীকাইল ইউনিয়নের বড় পিপুড়িয়া গ্রামের মরহুম চানমিয়া চেয়ারম্যানের সুযোগ্য সন্তান।

সুদূর বেলজিয়াম থেকে বৃহস্পতিবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। পরে দুপুর নাগাদ উপজেলা বিএনপির পার্টি অফিসে এসে উপস্থিত হলে সিনিয়র নেতৃবৃন্দ তজুমিয়া ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করেন। পরে পথিমধ্যে শ্রীকাইল ইউনিয়নের স্বল্পা গ্রামবাসী এক জমকালো আয়োজনে তজু মিয়াকে ফুল দিয়ে বরণ করে নেয়।

সর্বশেষ সন্ধ্যায় বড় পিপুড়িয়া গ্রামবাসী গণ সংবর্ধনার আয়োজন করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় ও ১নং শ্রীকাইল ইউনিনের বিএনপির সভাপতি ইসহাক আহমেদের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কামাল উদ্দিন, বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, গোলাম রব্বানী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..