শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

রংপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ এক নারী আটক

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৭৫১ বার পঠিত
রংপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ এক নারী আটক.................................ছবি: সংগৃহীত

রংপুরে বিদেশি ও দেশীয় মদসহ বৃষ্টি রাণী (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত বৃহ¯পতিবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানা পুলিশ বলেন, উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের শ্রীমতি বৃষ্টি রানী দীর্ঘদিন ধরে মাদক কারবারি করে আসছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলাও রয়েছে। তবে তাকে গ্রেফতার করার জন্য থানা পুলিশ একাধিক অভিযান করে ব্যর্থ হয়।

এদিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,পীরগঞ্জ সেনা ক্যা¤প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী গত বৃহ¯পতিবার দিবাগত রাত ১০টা থেকে আড়াই ঘন্টার অভিযান পরিচালনা করে বৃষ্টি রাণীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২পদাতিক ব্রিগেড এর পীরগঞ্জ সেনা ক্যাম্পের ১৮ সদস্যের সেনা টহল দল ও ৬ পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

এসময় ১১ বোতল বিদেশি মদ, ৬ বোতল দেশীয় মদ, ১টি মোবাইল ও ২ হাজার ৬ শত নগদ টাকা উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শুক্রবার বিকালে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..