শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক ১১

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক ১১................................ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ৮ আগস্ট শুক্রবার ভোরে উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ আমজোয়ানী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক করা নারীরা হলেন যশোরের ফুলসুরাত (৬০), রোজিনা খাতুন (৩৫), সেলিনা বেগম (২৫), নড়াইলের চুমকি খাতুন (২৫) ও হাসনা হেনা খাতুন (৩০), মাধবপুরের রোজিফা (৩২), লোহাগড়ার মিনা খাতুন (২৪), বেতগ্রামের বন্যা খাতুন (২৪), গোপালগঞ্জের রুপা খানম (২৫), মাদারীপুরের শাবানা বেপারী (২৭) ও ফরিদপুরের সালেহা খাতুন (৪০)। বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে তেঁতুলিয়া থানার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে আমজোয়ানী এলাকায় অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে শুকানী বিওপির দুইটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ১১ নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লক্ষ ৬৫ হাজার টাকার চুক্তিতে সীমান্ত এলাকায় আসে। এসময় নারীদের কাছ থেকে ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..