বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥ সরকারি বাঙলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মনোহরদীতে পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার সুপারকে লাঞ্চিত: থানায় অভিযোগ সাভারে ব্যাক টু ব্যাক ছিনতাই ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

সাইফুল-নাফিজের নেতৃত্বে সিওয়াইবি বাঙলা কলেজ শাখার নতুন যাত্রা

আফরুজা আক্তার আভা:
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৩২ বার পঠিত

ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)’র যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)’ সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী এইচ.এম. সাইফুল ইসলাম সাব্বির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব।

শনিবার (১১ জানুয়ারি) সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র এক বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।

নবনির্বাচিত সভাপতি এইচ.এম. সাইফুল ইসলাম সাব্বির তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “ভোক্তা অধিকার রক্ষা করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের সমাজের প্রতি অঙ্গীকার। এই চ্যালেঞ্জিং সময়ের প্রেক্ষাপটে ভোক্তা অধিকার সংরক্ষণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিওয়াইবি বাঙলা কলেজ শাখার নেতৃত্বে এসে আমি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে চাই। আমাদের লক্ষ্য থাকবে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আমি বিশ্বাস করি, এই সংগঠনের সদস্যরা একসঙ্গে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।”

সাধারণ সম্পাদক নাফিজ আন্নান অর্ণব বলেন, “আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা তৈরি করা। তরুণ প্রজন্মের জন্য এই কাজ শুধু প্রয়োজনীয় নয়, বরং এটি একটি দায়িত্বও বটে। আমি চাই, সিওয়াইবি বাঙলা কলেজ শাখা হয়ে উঠুক একটি উদাহরণ, যেখানে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও প্রচেষ্টার মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে। এই পদে থেকে আমি সংগঠনের প্রত্যেক সদস্যের সঙ্গে মিলে কাজ করে ভোক্তা অধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মাহামুদুল হাসান মামুন, মো. রিফাত হোসেন, মো. শোয়াইব রহমান এবং নাহিদ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর খান এবং এস.এম. মঈন উদ্দীন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শিহাব আল নাছিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন শওকত জামিল ও সানজিদ হাসনাত। অর্থ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন জিসান আহমেদ কাব্য। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউজিয়া ফায়রোজ আহম্মেদ প্রভা এবং তাকে সহায়তা করবেন আমিনুল ইসলাম। প্রচারের দায়িত্ব পেয়েছেন সায়মা পারভীন ইলা এবং তাকে সহায়তা করবেন রাসেল রানা। সংগঠনের মিডিয়া কার্যক্রম পরিচালনা করবেন কাজী আল তাজরীমিন। সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের নেতৃত্বে থাকবেন মাহজাবীন তাসনীম তিশা। তথ্য প্রযুক্তি এবং ভোক্তা সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলোর দায়িত্ব পালন করবেন যথাক্রমে মো. আরমানুজ্জামান সৈকত এবং সাদিয়া বিনতে আবু হানিফ। আইন সংক্রান্ত দায়িত্বে রয়েছেন তামান্না তাসনিম সিমি। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নওশীন শারমিলি, আবু মাহফুজ শুভ, আব্দুল মোমিন জিহাদী, মো. সরোয়ার, জাহিদ, কল্যাণী তনিমা রায় তন্বী, শোয়াইবুর রহমান ও পাপিয়া আক্তার বর্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ২০১৩ সাল থেকে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ভোক্তা অধিকার রক্ষা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে কাজ করছে। বর্তমানে সংগঠনটি ৩৩৫টি থানা, ৬১টি জেলা এবং ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। সিসিএস এবং এর যুব শাখা সিওয়াইবি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভোক্তা অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..