রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৯ জুলাই বুধবার দিবাগত রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুর নগরীর ১২নম্বর ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা পুরুষ একজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেন। পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।