র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ এর সদস্যরা পৃথক দুটি অভিযানে ৫ মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ ৯৯০ পিস ইয়াবা ও ৩ শত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিনগত রাতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কাহারোল থানার সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল শ্যামাকালী মন্দিরের সামনে অভিযান চালায়।
এসময় আব্দুল মজিদ (২৮) ও আসাদুজ্জামান রিপন (২৯) নামে ব্যক্তির শরীর তল্লাশি করে পাঁচটি এয়ারটাইট পলিজিপার প্যাকে রাখা ৯৯০পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারিদের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।
অপরদিকে, একই দিন দিবাগত রাত পৌনে ৩টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি টিম লালমনিরহাট জেলার হাতিবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৩ শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় পারভেজ রহমান (২২), পিযুষ চন্দ্র রায় (২৫) ও সাধন চন্দ্র রায় (২৩) নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বাড়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায়। আটক করা ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।