ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো ফজলুল হক ভুইয়ার ৩য় মৃত্যু বার্ষিকী আজ। ২০২২ ইং সনে ২ নভেম্বরে আজকের এই দিনে হ্নদ রোগে আক্রান্ত হয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মো: ফজলুল হক ভুইয়া একজন লেখক গবেষক ও কলামিস্ট ছিলেন।
তিনি নান্দাইল উপজেলার নয়া দিগন্ত প্রতিনিধি ও নান্দাইল টাইমসের সম্পাদক হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার ক্ষুরধার লেখনীতে উঠে আসতো সমাজ ও প্রশাসনের নানা অসংগতি। যে গুলো তিনি প্রতিকুল পরিবেশ সত্ত্বেও মুল ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে ছিলেন বদ্ধ পরিকর। তিনি সাংবাদিকতার শুরু থেকে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। জীবদ্দশায় তিনি নবীন লেখকদের উদ্দেশ্য বিভিন্ন সময় সাংবাদিকতার সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করতেন এবং বস্ত নিষ্ট সংবাদ পরিবেশন করতে তাগিদ দিতেন। দেশ যখন বিগত সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি ভরপুর ঠিক ওই সময় তিনি রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য লিখত কখনো পিছপা হননি।
তিনি ইসলামী ভাবধারা আদর্শে জীবন ধারা পরিচালিত হতেন। শুধু তাই নয় যখনই ইসলাম নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে তখনই শক্ত লিখনির মাধ্যমে কড়া জবাব দিতে কার্পণ্য করেনি।
ইসলাম পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে তিনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে সোচ্চার ভুমিকা পালন করছেন । যা সর্বজনবিদীত। এই সজ্জন কলম সৈনিক আর কোন দিন এই ধরাতে ফিরে আসবেন না। আর কোন দিন খেটে খাওয়া মানুষের জীবন কাহিনি লিখবেন না। কিন্তু উনার আর্দশ যুগে যুগে অত্যন্ত আপন মনে লালিত হবে। এই প্রসঙ্গে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো এনামুল হক বাবুল বলেন, ফজলুল হক ভুইয়া ছিলেন একজন সোচ্চার প্রতিবাদী কন্ঠ। সত্য ও ন্যায়ের প্রতি ছিলেন আপোষ হীন। নান্দাইল প্রেসক্লাবের প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। উনি আজ বেঁচে নেই। কিন্তু উনার আর্দশ লালিত হবে।