সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন চায় ডিআরইউ ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা নেপালকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু মুরাদনগরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তিন দশকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাব নটরডেমিয়ান্সের লিগেসি নাইট দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৯৯০ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ এবং হাওর-বাওরের পানি বেশি ব্যবহারের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পূর্ব-পরিকল্পনা থাকতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অনেকটাই কমবে।’

ভৌগলিক অবস্থানের কারণে বন্যার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানির অপচয় বন্ধ করতে হবে।’ এ ছাড়া নদী ড্রেজিংয়ের পলি মাটি ধানি জমিতে না ফেলে বিকল্প স্থানে ফেলার আহ্বান জানান শেখ হাসিনা।’

ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহারের ফলে দেশে ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘বাংলাদেশে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করায় ক্ষতি আরও হবে এ কারণে যে, বাংলাদেশ ভুমিকম্পপ্রবণ একটি জায়গা। এ পানি কিন্তু আমাদের রক্ষা করে। বাংলাদেশের নিচে বিশাল শিলা আছে, তার নিচে আরও বিশাল পানির স্তর আছে। এটাই কিন্তু আমাদের রক্ষা করছে। সেখানে যদি আমরা বেশি পানি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু ভুমিকম্প হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়। সেগুলো মাথায় রেখে আমাদের সব ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যত প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সচিব কবির বিন আনোয়ার প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..