শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়া ৫ মে দেশে ফিরছেন গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বড়লেখা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বরগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার তাড়াইলে রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ বিএনপির অফিস ভাঙা মামলায় আ.লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতাও আসামি! বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, আপাতত: বন্যার শঙ্কা নেই মহান মে দিবসে নান্দাইলে যানবাহন মনিটরিং করলেন সহকারী কমিশনার ( ভুমি) মো: ফয়জুর রহমান বিয়ানীবাজারের বাসাভাড়ায় বোবা কান্না মধ্যবিত্ত পরিবারের নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা

গোবিন্দগঞ্জের ইউপি রাস্তায় নিলামের বাহিরে নম্বর বিহীন গাছ কর্তন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৫৮৮৭ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সরকারি রাস্তার মূল্যবান গাছ স্বল্পমূল্য দেখিয়ে নিলামে বিক্রি। আশানুরূপ রাজস্ব পাচ্ছেন না সরকার। উক্ত রাস্তার গাছ গুলোর মূল্য নির্ধারণের বন বিভাগসহ দায়িত্বপ্রাপ্তরা ম্যানেজ হয়ে নাম মাত্র মূল্য নির্ধারণ করেন। পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও স্থানীয়দের অজান্তে গোপন নিলামে গাছ গুলো বিক্রি করা হয়েছে। এছাড়াও নিলামে ক্রয়কৃত গাছের বাহিরে রাস্তায় থাকা নাম্বার বিহীন গাছ গুলো কেটে রাস্তাটি বর্তমান গাছ শূন্য করা হচ্ছে, ছোট বড় সব গাছ কর্তন করছে চক্রটি।

২৮ জুলাই বেলা ১২টার সময় সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের পোড়াদহ ব্রীজ সংলগ্ন রাস্তায় হোসেনপুর সমবায় সমিতি কর্তৃক আনুমানিক ২০ বছর পূর্বে রাস্তার দু’ধারে ইউক্লিপটাস গাছের চারা রোপন করা হয়। গাছগুলো বর্তমানে অনেক বড় এবং মূল্যবান হয়েছে। অত্র সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও বন কর্মকর্তার সাথে যোগসাজসে মূল্যবান গাছগুলো স্বল্পমূল্য দেখিয়ে মূল্য নির্ধারণ ও গোপনে কাগজপত্র ঠিক করে সমিতির সদস্যের নামেই নিলাম দেখানো হয়। তাতে সরকার আশানুরূপ রাজস্ব পাচ্ছেন না।

নামপ্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, এলাকায় মাইকিং না করে গোপনে সমিতির সদস্যরাই গাছগুলো স্বল্পমূল্য দেখাইয়া নিলামে ডেকে নেন। পরবর্তীতে অধিক মূল্যে গাছগুলো বিক্রয় করা হচ্ছে। ওই রাস্তায় মোট কতটি গাছ এবং কত টাকা নিলামে বিক্রি করা হয়েছে তা সংশ্লিষ্ট ইউপি সচিব আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন তথ্য দিতে পারেন না। তিনি বলেন, সব কাগজপত্র চেয়ারম্যানের কাছে রয়েছে।

ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ-এর সাথে মোবাইল ফোনে গাছ কর্তন সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী গাছ নিলাম করা হয়েছে। নিলামের বাহিরে নাম্বার বিহীন গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি গাছ কর্তন কারীদের ধরার জন্য বলেন।

গাছ কর্তন সংক্রান্ত বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, উক্ত রাস্তার গাছ সকল প্রক্রিয়া সম্পূর্ন করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে তার সাথে কথা বলেন।

এলাকার সচেতন মহল জানান, সরেজমিনে সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে পড়বে। তাই তারা সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..