রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়।
বেঞ্চ সরবরাহের পূর্বে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হানুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণসহ অন্যরা।
জাইকা’র সহয়তায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ডি. ডি.এস ওয়াই উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, রামচন্দপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া,
আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, শ্রীকাইল কে, কে, উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, কুলুবাড়ী আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, বাঁশকাইট পিতাম্বর জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, যাত্রাপুর আশরাফ কামিনী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, কামারচর উচ্চ বিদ্যালয়ে ১৪ জোড়া, কাজিয়াতল দঃ পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, কোম্পানীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, কামাল্লা ডেঙ্গু চন্দ্র, রাজ চন্দ্র, সনাতন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, মুরাদনগর মুসলেম মিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়াসহ মোট ২ শত ৯ জোড়া প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে।