নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বার্ষিক শিক্ষা সফর ২০২৫।
খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপন, পুরস্কার বিতরণ, বিভিন্ন নিদর্শন এলাকা ভ্রমন, খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার বার্ষিক শিক্ষাসফর।
৮ ই ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ ঘটিকায় মির্জাগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে থেকে প্রায় ২ শত শিক্ষক-শিক্ষিকা, অতিথি, সাংবাদিক নিয়ে ৩ পরিবহনে শিক্ষা সফর শুরু করেন, প্রথমে শেরে বাংলা একে ফজলুল হকের জাদুঘর পরিদর্শন করেন, দ্বিতীয় গুঠিয়া মসজিদ, তৃতীয় দুর্গাসাগর, শেষে নিঃসর্গ পার্কে গিয়ে বিভিন্ন কর্মসূচি পালন শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।
মাগরিব বাদ নিজ গন্তব্যে রওনা দেন, শিক্ষা সফর অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মির্জাগঞ্জ, মো. নিজাম উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,মোহাম্মদ বশির আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পটুয়াখালী জেলা শাখা মোহাম্মদ হারুনুর রশিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখা পটুয়াখালী ।
এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মাদ রাজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোঃ রেজাউল করিম কোষাধ্যক্ষ, মির্জাগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি, প্রচার সম্পাদক গাজী মশিউর রহমান, মোহাম্মদ ইদ্রিসুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, সরদার নাসির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা লিমা, সুজিত মজুমদার, সভাপতি, মির্জাগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোহাম্মদ জাকির হোসেন নিজাম, সাধারণ সম্পাদক, কাকড়াবুনিয়া ইউনিয়ন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, এছাড়াও প্রাথমিক শিক্ষক সমিতির অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা সফর অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাহমুদ।