বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পরিচয়পত্র (NID) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে একটি নতুন সংবিধিবদ্ধ কমিশনের আওতায় নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা “STAND FOR NID – SAVE NID, PROTECT VOTER LIST, ENSURE DEMOCRACY” স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের আওতায় থাকাটা গণতন্ত্রের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অন্য কোনো প্রতিষ্ঠানের অধীনে গেলে ভোটার তালিকার নিরপেক্ষতা ও স্বচ্ছতা হুমকির মুখে পড়তে পারে।
তারা আরও জানান, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে এবং নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়বে। বক্তারা সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জোরালোভাবে দাবি করেন যে, ভোটার তালিকা ও পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।
এ কর্মসূচিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। আন্দোলনকারীরা সরকারকে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে ও জনগণের অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।