শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে সুগন্ধ্যায় ডুবে শ্রমিকের মৃত্যু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক এমপি সেলিম উদ্দিন ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩  বরিশালে ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড প্রদানসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে মামলা অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিলেন তালতলী কৃষক দল বিয়ানীবাজারে কিষান-কিষানিদের ব্যস্ত সময় বরগুনার আমতলীতে ভুয়া ডিবি পরিচয়ে মামলার তদন্ত করে চাঁদাবাজি গ্রেফতার ২ পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ : সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের

মোরেলগঞ্জে NID পরিষেবা স্থানান্তরের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মো: নাজমুল ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৭৬৮ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পরিচয়পত্র (NID) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে একটি নতুন সংবিধিবদ্ধ কমিশনের আওতায় নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা “STAND FOR NID – SAVE NID, PROTECT VOTER LIST, ENSURE DEMOCRACY” স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের আওতায় থাকাটা গণতন্ত্রের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অন্য কোনো প্রতিষ্ঠানের অধীনে গেলে ভোটার তালিকার নিরপেক্ষতা ও স্বচ্ছতা হুমকির মুখে পড়তে পারে।

তারা আরও জানান, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে এবং নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়বে। বক্তারা সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জোরালোভাবে দাবি করেন যে, ভোটার তালিকা ও পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।

এ কর্মসূচিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। আন্দোলনকারীরা সরকারকে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে ও জনগণের অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..