মির্জাগঞ্জ উপজেলায় একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২৯ শে মার্চ রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় স্কুলের হলরুমে একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রতিবন্ধী ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার মিয়ার সভাপতিত্বে,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,টি,এম মোস্তাফিজুর রহমান (চেয়ারম্যান আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম (বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক), মোঃ ফিরোজ আলম জুয়েল (প্রভাষক সুবিদখালী মহিলা কলেজ),সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয় পটুয়াখালী- মির্জাগঞ্জ- বেতাগী সড়কে মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় অবস্থিত।
২০১৬ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ে প্রতিবন্ধী ২০০ জন ছাত্রছাত্রী বিনা বেতনে লেখাপড়া করে, প্রতিবছর অত্র বিদ্যালয়টির প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।