গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হত্যাকান্ড ও আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হরিরামপুরের ছাত্র-জনতা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সাড়ে এগারোটায় উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, বর্বর ইসরায়েল গাজায় মুসলিম সম্প্রদায়ের উপর নৃশংস গনহত্যার চালাচ্ছে। সারা বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন গুলো নিশ্চুপ। কেউ নেই গাজাবাসীর পাশে। আমাদের প্রত্যেকের উচিত নির্যাতিত গাজাবাসীরা পাশে দাড়ানো ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। দেশব্যাপী ইসরায়েলী পণ্য বয়কট করতে হবে। তারা এই গনহত্যা বন্ধ না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।