বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে স্লুইস নির্মাণ কাজ শেষ না হওয়ায় কৃষকদের দুর্ভোগ : ফসল আনাবাদী পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন : তারেক রহমান শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার ডিপিএড প্রশিক্ষণের বকেয়া ভাতায় শিক্ষক নেতাদের ঘুষ বানিজ্য আমতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ। বিয়ে করতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা! লঞ্চের ধাক্কায় নিখোঁজ রায়হানের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান তালতলীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, নৌবাহিনীর ব্যাপক লাঠিচার্জ

দ্বিতীয় বারের মতো সরকারি বাঙলা কলেজে আয়োজিত হয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৭৮৩ বার পঠিত

৭ ও ৮ই মে সরকারি বাঙলা কলেজে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা।“উদ্ভাবনে উন্নয়ন, বিজ্ঞানে আগামীর পথ”—এই প্রতিপাদ্য নিয়েই আয়োজিত হয় দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা।

এ মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তাদের সৃজনশীল দক্ষতা ও মেধা দিয়ে উপস্থাপন করেন প্রায় ৩০টি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প।

এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো:কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ ও ক্লাবের সদস্যরা।

এই মেলায় প্রকল্প উপস্থাপনার মধ্য থেকে সেরা তিনটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়।
প্রথম স্থান অর্জন করে প্রাণিবিদ্যা বিভাগের ‘বায়ো-ফার্মিং ও পরিবেশবান্ধব কীটনাশক’ প্রকল্প। টিমের সদস্যরা ছিলেন জাবের, বর্ষা ও মানসুরা।

দ্বিতীয় স্থান অধিকার করে অর্থনীতি বিভাগের “‘three sector of Bangladesh economy( air porify, strong economy) ” প্রকল্প (টিম: প্রভা, চাঁদনি, আসমা)।

তৃতীয় স্থান অর্জন করে পদার্থবিজ্ঞান বিভাগ। এতে অংশ নেন রজিন, ফারহান, জিতু ও শাহীন।

এখানে আইডিয়া শেয়ারিং বিভাগেও শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
এই বিভাগে প্রথম স্থান অর্জন করে টিম ‘Breakers Bridge’ (সাহিদুল, আরিফা, রায়হান),
দ্বিতীয় স্থান অধিকার করে ‘The Role of Ice’ (সায়মা, রোকন, মনি),
এবং তৃতীয় হয় ‘Evaluation of Money’ (মৌ, অহনা, সাবিহা)।

এইচএসসি পর্যায় থেকে শিহাম ও মিরাজের ‘ICAB Ship Safe’ প্রকল্প প্রথম স্থান লাভ করে।
পোস্টার প্রেজেন্টেশন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম হয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের(Green medicines) । এই প্রেজেন্টেশনে ছিল-শুভ,বিজয়া,সুলতানা।

এই মেলা উপলক্ষে আয়োজিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫, যেখানে বিভিন্ন বিভাগ ও শ্রেণি থেকে বিজয়ীরা নির্বাচিত হন:

পদার্থবিজ্ঞান বিভাগ:
১ম – রবিউল, ২য় – ইখতিয়ার উদ্দিন, ৩য় – শাহিন আলম
রসায়ন বিভাগ:
১ম – হাসাইন আহমেদ, ২য় – আনাস উদ্দিন, ৩য় – আফ্রিদি
গণিত বিভাগ:
১ম – সাইফুদ্দিন হিমেল, ২য় – নয়ন চন্দ্র, ৩য় – মোজাহিদ হাসান
উদ্ভিদবিজ্ঞান বিভাগ:
১ম – কলি আক্তার রুমি, ২য় – তাহমিনা আক্তার, ৩য় – শুভ্রা
প্রাণিবিদ্যা বিভাগ:
১ম – মেহেরান হোসেন, ২য় – আব্দুল্লাহ আল জাবের, ৩য় – রাত্রি আক্তার
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ:
১ম – শান্তা, ২য় – জাকারিয়া সুলতানা তিশা, ৩য় – অন্তরা আক্তার
ভূগোল ও পরিবেশ বিভাগ:
১ম – জাহিদ হাসান অপু, ২য় – রেদওয়ান হাসান, ৩য় – সোহাগ হোসেন

শ্রেণিভিত্তিক ফলাফল:
দ্বাদশ শ্রেণী: ১ম – মুশফিক, ২য় – অন্তরা, ৩য় – রোওনক
একাদশ শ্রেণী: ১ম – শিহাবুর রহমান, ২য় – মল্লিক, ৩য় – মারজিয়া

সরকারি বাঙলা কলেজের এই মেলার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় বিজ্ঞান কুইজ, পোস্টার প্রদর্শনী এবং ‘জলবায়ু পরিবর্তন ও টেকসই বিজ্ঞান’ শীর্ষক একটি সেমিনার। অনুষ্ঠান শেষ হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা ও গবেষণার দ্বার খুলে দেয়। আমরা চাই এই মেলা নিয়মিত হোক এবং আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হোক।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..