বাগেরহাটের শরণখোলায় চিয়া সিড বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অগ্রদূত ক্লাব মিলনায়তনে বুধবার দিনব্যপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। লজিক প্রকল্পের সহযোগীতায় আমাল ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, লজিক প্রকল্পের মনিটরিং অফিসার টিএম সেলিম। বিশেষ অতিথি ছিলেন,ইউথ এনগেজমেন্ট অফিসার শাকিলা ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমাল ফাউন্ডেশনের কর্মকর্তা চিরঞ্জিত দাস, লজিক প্রকল্পের কর্মকর্তা আঃ রাজ্জাক প্রমূখ। কর্মশালায় শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ৫০ ঁন কৃষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, এবছর শরণখোলায় ২শ শতক জমিতে সুপার ফুড হিসেবে পরিচিত চিয়া সীড ও কিনোয়া উৎপাদন হয়েছে।